<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া মাহাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক দানিসুর রহমানকে স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অব্যাহত প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারণে তিনি প্রায় দুই মাস কর্মস্থলে যেতে পারছেন না। এমনকি বিদ্যালয়ে অফিসকক্ষটি বন্ধ করে রেখেছেন ওই সব ব্যক্তি। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ ও অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান শিক্ষক দানিসুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী আব্দুল হান্নানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আমাকে প্রাণনাশের অব্যাহতভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এক পর্যায়ে চিকিৎসার জন্য ছুটি নিতে হয়। তাই দুই মাস যাবৎ কর্মস্থলে যেতে পারছি না। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করার খবর পেয়ে গত ২৮ নভেম্বর ওই সব ব্যক্তি বিদ্যালয়ে এসে আমার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে বিষয়টি শেরপুর থানা-পুলিশকে জানান বলে দাবি করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, যেকোনো বিদ্যালয়ের অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখার এখতিয়ার কারো নেই। প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানার পর ইউএনও স্যারকে জানিয়েছি। পাশাপাশি ওই শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।</span></span></span></span></p>