<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলার মেঘনা নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযানে গেলে এতে হামলা চালানো হয়। হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহামুদুল হাসানসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর কাঠিরমাথা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া মৎস্য বিভাগের আহত কর্মী তানজিলা, জাফর, রফিকুল ইসলামসহ অন্যরা জানান, অভিযানের সময় মেঘনা নদীতে পাতা একটি অবৈধ মশারি জাল উদ্ধার করতে গেলে স্থানীয় সকেট জামালের ভাগ্নে মো. শাহিনের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল দেশি অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় মৎস্য বিভাগের দলটি প্রাণে রক্ষা পান।  ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, মামলার আলোকে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।</span></span></span></span></p>