<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীসংলগ্ন ডুবোচরে মাছ ধরার  নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ছাড়া ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুই জেলে। শুক্রবার ভোরে বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল হাসেম ও মো. জুয়েল। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসাতে যায়। শুক্রবার ভোরে মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজনের খোঁজ মেলেনি। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।</span></span></span></span></span></p>