<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ পৌরসভার ময়লা ফেলার ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড় স্থাপন করা হয়েছে পার্শ্ববর্তী দিঘি ইউনিয়নের গজারির চকে। পরিবেশসম্মত রক্ষণাবেক্ষণ না করায় ডাম্পিং গ্রাউন্ডের ময়লার দুর্গন্ধে দিঘি ইউনিয়নবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিঘি ইউনিয়নের সাধারণ মানুষ ও কৃষকদের আপত্তি, আন্দোলন উপেক্ষা করে ২০১৪ সালে গজারির তিন ফসলি জমিতে নির্মাণ করা হয় এই ডাম্পিং স্টেশন। ২.৪ একর জমি অধিগ্রহণ করে এক কোটি টাকা ব্যয়ে এই ভাগাড়টি নির্মাণ করা হয়। ভাগাড়ের সঙ্গে ৬০০ ফুট রাস্তা যা ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। মহাসড়ক সংলগ্ন দিঘি ইউনিয়নের ঘন বসতিপুর্ণ মুলজান, ভাটবাউর, চামটা, রৌহাদহ, নতুন বসতিসহ আরো কয়েকটি গ্রাম। ভাগাড়ের হাজার গজের মধ্যে রয়েছে মুলজান উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ব্যাংক, মসজিদ, মাদরাসা, খেলার মাঠসহ দোকানপাট।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার সরেজমিনে দেখা গেছে ডাম্পিং গ্রাউন্ডের নির্দিষ্ট জায়গা ছেড়ে ময়লার স্তূপ বাইরে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন টোকাই ভাগাড়ের ময়লা থেকে প্রাস্টিকের বোতল সংগ্রহ করছে। কাক, শালিক, বগসহ বিভিন্ন পাখিও খাদ্য সংগ্রহ করছে ময়লা থেকে। তবে সেখানে পৌরসভার কোনো কর্মচারীকে খুঁজে পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক মুলজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একই অভিযোগ করে বলে, এভাবে লেখপড়া চলে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেন, ভাগাড়টি পরিবেশ সম্মতভাবে পরিচালিত হচ্ছে না। সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অবহিত করা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। পরিবেশ রক্ষা করা যায় এমন আধুনিক পদ্ধতি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>