<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতের শুরু থেকেই নেত্রকোনার কেন্দুয়ায় লেপ-তোশক তৈরি করতে বাড়ি বাড়ি ঘুরছেন কারিগররা। পাশাপাশি দোকানেও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। কারিগররা বাড়ি বাড়ি ঘুরে লেপ-তোশক বানানোসহ অগ্রিম অর্ডার নিচ্ছেন। দোকানেও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সুই-সুতায় মনোযোগী। ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী লেপ-তোশক তৈরি করছেন তারা। তবে রেডিমেড লেপ-তোশক-ম্যাট্রেসের কদর এবং লেপ-তোশকের উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় এবার চাহিদা কমেছে বলে দাবি করেছেন কারিগররা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তীব্র শীত শুরু হতে এখনো বাকি কিছুদিন। কনকনে শীতের আগে তাই লেপ-তোশকের দোকানে আসছে ক্রেতারা। নতুনের পাশাপাশি কেউ কেউ আবার পুরনো লেপ-তোশকই নতুন করে গড়িয়ে নিচ্ছেন। কারিগররা কেউ তুলা সেট করছেন, কেউ তুলায় মোড়ানো কাপড় সেলাই করছেন। এমনিভাবে পৌর শহরের অধিকাংশ দোকানে কাজ চলছে সকাল ৯টা থেকে রাত ৮টা বা ৯টা পর্যন্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় পৌর শহরের সাউদপাড়া মোড়, দিগদাইর মোড়, চিরাং রোডসহ পাড়া-মহল্লার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এসব দোকানে বানানো লেপ-তোশকের পাশাপাশি রেডিমেড লেপ-তোশকও বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে রেডিমেড ফোম এবং ম্যাট্রেসও। এবার তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ার কারণে লেপ, তোশক তৈরিতে খরচও বেড়েছে। উপকরণ ও মজুরি মিলিয়ে গত কয়েক বছরের তুলনায় এ বছর খরচ কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ে। তাই কমেছে অর্ডারের সংখ্যাও। তবে যেসব মানুষ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে চলেন, তারা এখনো নির্ভর করেন বানানো লেপ-তোশকের ওপর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে পঞ্চাশের বেশি দোকান রয়েছে। যেসব দোকানে লেপ-তোশক বানানোর পাশাপাশি রেডিমেড লেপ, তোশক, ফোম ও ম্যাট্রেস বিক্রি হচ্ছে। বর্তমানে লেপ বানাতে এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকা, বালিশ ৩০০ থেকে ৪৫০ টাকা, তোশক সর্বনিম্ন ৭৫০ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা, জাজিম দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকার মধ্য বানানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ম্যাট্রেস পাঁচ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিগদাইর মোড়ের কারিগর আনিস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বংশপরম্পরায় তিন পুরুষ ধরে লেপ-তোশক বানানোর কাজ করছি। কয়েক বছর আগেও কাস্টমার বেশি ছিল। বর্তমানে ম্যাট্রেস আর ফোমের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কাস্টমার কমেছে। তা ছাড়া কাপড় ও তুলার দামও বেড়েছে আগের চেয়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেপ বানাতে আসা শফিক মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতের সময় আমাদের মতো নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য লেপ খুবই দরকারি। শীতে লেপ ছাড়া আমাদের একদমই চলে না। আমাদের বাপ-দাদারাও লেপ-তোশক ব্যবহার করেছেন। আমরাও লেপ ব্যবহার করতে চাই। তাই লেপ-তোশকের দামটা নাগালের মধ্যে থাকলে আমাদের জন্য ভালো হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাজিউড়া মোড়ের ভাই ভাই লেপ-তোশকের মালিক কোহিনূর মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বানানো লেপ-তোশকে অনেক যত্নের ছোঁয়া থাকে, তাই স্থায়ী হয় বেশি। যার সঙ্গে এখনকার ফোম বা ম্যাট্রেসের তুলনা চলে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>