<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে। ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যালে পাঠিয়েছেন চিকিৎসক। আহতরা হলেন রিফাত ঢালী, সুরুজ বেপারী, সোহেল, মিলন সরদার, ফারদিন মুন্সি, নিশাদ রাব্বি খান শীতল,  ইমন হাওলাদার, নিবিড় ও নাহিদ। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই ইউনুস মোল্লা, সুমন খান, রমজান আলী সজল, কনস্টেবল নুরুল ইসলাম খান ও কামরুল ইসলাম খান। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।</span></span></span></span></span></p>