<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধামরাই পৌরসভার প্রধান সড়ক ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা থেকে যাত্রাবাড়ী-ধামরাই বাজার হয়ে মাধববাড়ি ঘাট। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে মাধববাড়ি ঘাট পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে ধীরগতিতে।  ফলে সীমাহীন দুর্ভোগে আছেন স্থানীয়রা। এ সড়কের উভয় পাশে দোকানপাট ও বাসাবাড়ি রয়েছে। বাসাবাড়ির মানববর্জ্য মিশ্রিত পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা যায়, খনন করা ড্রেনের মাটির স্তূপ সড়কজুড়ে রাখা হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসএম করপোরেশনের প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, একদিকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করছে না, অন্যদিকে রেডিমিক্স গাড়ির চালকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে রয়েছেন। </span></span></span></span></span></p>