<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার কেন্দুয়া  উপজেলার মো. তোফাজ্জল (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন। তিনি ডান চোখে দেখতে পেলেও বাঁ চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। তোফাজ্জল উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এদিকে বিনা চিকিৎসায় বাঁ চোখ স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, তোফাজ্জল চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। ৫ আগস্ট চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডসংলগ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে তোফাজ্জলের শরীরে। গুলিবিদ্ধ তোফাজ্জল ছোটাছুটির এক পর্যায়ে বাঁ চোখেও আক্রান্ত হন। পরে অন্যদের সহায়তায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকা ইস্পাহানি  চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য তার রেটিনা অপারেশন করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে তোফাজ্জলের বড় ভাই মোজাম্মেল হকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ঢাকায় কাজ করে সংসার চালাই। আমরা তিন ভাই। তোফাজ্জল সবার ছোট। আমার বাবা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে বাঁ চোখে গুলিবিদ্ধ হয় তোফাজ্জল। এ পর্যন্ত প্রায় লাখ টাকা চিকিৎসার জন্য ব্যয় করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত মো. তোফাজ্জল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন পর্যন্ত দুবার বাঁ চোখ অপারেশন করা হয়েছে। ডাক্তার বলছেন আরো কয়েকটি অপারেশন লাগবে। কিন্তু ভালো হবে কি না সঠিক বলতে পারছেন না। এদিকে ঋণ করে চোখের চিকিৎসা করাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আহতের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছি। আহতরা যাতে সহযোগিতা পান তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>