<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনার শহীদ পরিবার এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার রাতে তিন শহীদের পরিবার, চার আহত শিক্ষার্থী এবং এক আহত দিনমজুরের হাতে তিন লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সাভারে শহীদ হওয়া পাবনার শিক্ষার্থী শহীদ জুলকার নাইনের পরিবারের পক্ষ থেকে তার বাবা আবদুল হাই আল হাদি চেক গ্রহণ করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা সদরের ট্রাকচালক শহীদ জাহাঙ্গীর হোসেনের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মজিলা খাতুন চেক গ্রহণ করেন। ঢাকার কাফরুলে বিমানবাহিনীর এমইএস পাবনার সাঁথিয়ার শহীদ আবদুল হান্নানের পরিবারের পক্ষ থেকে তার ছেলের কাছে চেক হস্তান্তর করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত শিক্ষার্থীদের মধ্যে ইইসিই বিভাগের সানোয়ার হোসেন সনি, সিএসই বিভাগের তুষার ইমরান, ইতিহাস বিভাগের মাসুম বিল্লাহ ও পদার্থবিজ্ঞান বিভাগের আতাউল্লাহ জুবায়ের চেক গ্রহণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া আহত পাবনার অটোচালক আরাফাতকে ব্যাটারিচালিত রিকশা কিনে দেওয়ার জন্য চেক দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>