<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল চরপাড়ায় অরক্ষিত ৬০০ একর উপকূলীয় বনাঞ্চন দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। মৌলভী আবুল হাসান ও মেম্বার মনছুর আলমের গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন ছররা গুলিতে আহত হয়েছে। গ্রামবাসী জানায়, দুই পক্ষের মধ্যে গত সোমবার সন্ধ্যা ৬টায় সংঘর্ষ শুরু হয়ে রাত পর্যন্ত চলে। ১৮ জনের মধ্যে বাঁশখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় ১৩ জনকে, অন্যদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাঁশখালী হাসপাতালে ভর্তিদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জান্নাতুল ফেরদৌস। বাঁশখালীর উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপকূলীয় বনাঞ্চল দখলের ঘটনায় মামলা করা হয়েছিল। তার পরও দুষ্কৃতকারীরা বনাঞ্চল দখল করে লবণ মাঠ ও চিংড়িঘের করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিস্থিতি এখন শান্ত রয়েছে, পুলিশ সার্বক্ষণিক নজর রাখছে, সন্ত্রাসীদের দমন করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>