<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল মঙ্গলবার ভোর  সোয়া ৬টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় বিভিন্ন গাড়ির চালকসহ যাত্রীসাধারণ ভোগান্তির শিকার হন। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। এক পর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় গতকাল মঙ্গলবার  সকাল সোয়া ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।</span></span></span></span></span></p>