<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জের ভোলাব গুতুলিয়া এলাকার নুর মোহাম্মদের সাত বছরের মেয়ে নুসরাত জাহান নুর ও নুর মোহাম্মদের ছোট ভাই হাশেম মোল্লার চার বছরের মেয়ে তাজবিয়া। প্রতিদিনের মতো ঘটনার দিনও পাশের পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে দুজনই ডুবে মারা যায়। মেয়েদের নিয়ে দুই পরিবারেরই স্বপ্ন ছিল, ছিল আশা। কিন্তু স্বপ্ন আর আশা পানিতেই শেষ। এখনো দুই পরিবার শোক বইয়ে বেড়াচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুজলা-শ্যামলা রূপগঞ্জের বেলদি গ্রাম। পাখির কিচিরমিচির আর শিশুদের কোলাহলে মুখরিত থাকত গ্রামটি। আচমকা একদিন গ্রামে নেমে এলো শোকের ছায়া। একই গ্রামের তিন শিশু পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওই দিন বেলদি এলাকার হাফিজউদ্দিনের ১০ বছরের মেয়ে হাবিবা, মাসিবুর রহমানের ৯ বছরের মেয়ে মারিয়া ও সাত বছরের মেয়ে মাকসুদা পুকুরে ডুবে মারা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অহরহ ঘটলেও তা এখনো নজরের বাইরেই থেকে যাচ্ছে সবার। শিশুমৃত্যু রোধে অনেক পদক্ষেপ নেওয়া হলেও পুকুরে বা নদীতে ডুবে মৃত্যু রোধে কোনো পদক্ষেপের নজির নেই। বাংলাদেশে শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এর  প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বহুদিন ধরেই। কিন্তু পানিতে ডুবে মৃত্যু রোধে সরকারি প্রচেষ্টা যেমন কম, স্বাস্থ্য খাতের নীতি দলিলে এই মুত্যু রোধের বিষয়ে গুরুত্বও কম। পানিতে ডুবে মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে ২২তম স্থানে রয়েছে। প্রথম আফ্রিকার গায়ানা। বাংলাদেশ ছাড়া প্রথম ২২টির ১৯টিই আফ্রিকার দেশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জে চলতি বছরের ১১ মাসে ১৪ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরে মৃত্যু হয়েছে ৮৯ শিশুর। অথচ ১১ মাসে এ উপজেলায় নিউমোনিয়ায় মৃত্যুর কোনো তথ্য নেই। মারা যাওয়া সবার বয়স ১২ বছরের নিচে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ডা. রনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিশুদের ডায়রিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার একদম নিয়ন্ত্রণে। ডায়রিয়া ছাড়া ডিপথেরিয়া ও ধনুষ্টঙ্কার নেই বললেই চলে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী আসে অনেক। কিন্তু চলতি বছর একজনও মারা যায়নি। তবে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ করা যাচ্ছে না। এ নিয়ে দেড় যুগ ধরে আলোচনা চলে আসছে। নীতিনির্ধারণী পর্যায়ে সুদৃষ্টির অভাব রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>