<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। সদরপুর বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতবর, বাবুল হোসেন, জামায়াতে ইসলামীর সদরপুরের আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। তারা আল মামুনকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান। সম্প্রতি সদরপুরে এক অনুষ্ঠানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ ফিরে আসবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এমন মন্তব্য করার অভিযোগ ওঠে আল মামুনের বিরুদ্ধে। এই অভিযোগ গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভায় তুলে ধরেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। এ ঘটনায় ইউএনও আল মামুনকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।</span></span></span></span></span></p>