<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন পর দখলমুক্ত হলো বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা প্রায় ৩০০ বিঘা খাসজমি। শার্শার হরিণাপোতা বিলে সরকারের খাসজমি ২০১২ সালে দখলে নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এবং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান সরকারের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তফশিলভুক্ত ৯৮.৫৮ একর বা ৩০০ বিঘা জমি দখলে নিয়ে পুকুর কেটে মাছ চাষ করতে থাকেন। গতকাল সকাল ১১টার দিকে শার্শা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দখলকৃত জমি রাষ্ট্রের অনুকূলে দখল নিয়ে ২১০টি বাঁশের খুঁটিতে লাল পতাকা টাঙিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিলে এখনো বেশ কিছু খাসজমি বিভিন্ন মহলের দখলে আছে। শিগগিরই বাকিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেদখল হওয়া সব জমি রাষ্ট্রের অনুকূলে ফেরত আনা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>