<p>আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ধুয়ে-মুছে রংতুলির আঁচড়ে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বাহারি রঙের ফুলের গাছ দিয়ে সাজানো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। লেক সংস্কার, সীমানাপ্রাচীর ও বিভিন্ন স্থাপনা মেরামতের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। সরেজমিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখা যায়, স্মৃতিসৌধের ভেতরে কেউ করছে রঙের কাজ, কেউ ইটের কাজ। আবার কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ পানি দিয়ে পুরো সৌধের ভেতর ধোয়া-মোছার কাজ করছে, কেউবা ইলেকট্রিকের ও ফুলসহ গাছের পরিচর্যা করছে। দীর্ঘ ৪২ বছর ধরে জাতীয় স্মৃতিসৌধ এলাকার হাতে লেখার সম্পূর্ণ কাজ করেন জি এম আনোয়ারুল ইসলাম। এবারও তিনি মনের আনন্দে কাজটি করছেন বলে জানান। পরিচ্ছন্নতাকর্মী আমিনুল জানান, দিনে ৬০০ টাকা হাজিরায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন তিনি। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী, বিদেশি কূটনীতিকসহ লাখ লাখ জনতা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন।</p> <p> </p>