<p>চাটমোহরে ৯ বছরের মেয়েশিশুকে শ্বাসরোধে হত্যা, নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কাজিপুরে মাটি ভরাট-গাড়িচাপায় বৃদ্ধ নিহত ও পাংশায় নিখোঁজের পরদিন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—</p> <p>চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে নিখোঁজের এক দিন পর কল্পনা খাতুন নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকার একটি লিচুবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুকন্যা কল্পনা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে এবং চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।</p> <p>নাটোর : নাটোরের লালপুরে মো. সাইফুল ইসলাম নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. সাইফুল ইসলাম উপজেলার এবি ইউনিয়নের এবাদ মুন্সির ছেলে।</p> <p>কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে মাটি ভরাটের জন্য ব্যবহৃত কাঁকড়া গাড়ির (শ্যালো ইঞ্জিন দ্বারা চালিত বিশেষ গাড়ি) চাপায় হবিবর রহমান হবি নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে মৃত হবিবরের বাড়ির উত্তর পাশে।</p> <p>রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় নিখোঁজের পরের দিন মো. হিলাল প্রামাণিক নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের বেড়িবাঁধসংলগ্ন পদ্মার চরে আখক্ষেতের ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানার পুলিশ। নিহত মো. হিলাল প্রামাণিক হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বেরিয়ে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে একটি আখক্ষেতের মধ্যে হিলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।</p> <p> </p>