<p>রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গার আঘাতের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে গেছে মো. জিসান নামের যুবকের এক পা। পরে বিচ্ছিন্ন হওয়া পা একটি পলিথিন ব্যাগে ভরে তিন পথশিশু তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।</p> <p>গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিন পথশিশু আলামিন, জুনায়েদ  ও ইয়াসিন সেই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়।</p> <p>উদ্ধারকারী শিশুরা জানায়, দুর্ঘটনার শিকার জিসান তেজগাঁও রেলস্টেশন এলাকায় থেকে ভাঙ্গারির ব্যবসা করেন। তিনি ঘুমের ট্যাবলেট খাওয়া ছিলেন। ঘুম ঘুম অবস্থায় তিনি রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পায়ের অবস্থাও তেমন ভালো না। সেটিও পুরোপুরি থেঁতলে গেছে। এ ছাড়া মুখমণ্ডল ও মাথায়ও আঘাত লেগেছে তার।</p> <p>ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, জিসানের অবস্থা আশঙ্কজনক। তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।</p> <p> </p>