<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ ১৭ ডিসেম্বর খুলনা মুক্ত দিবস। মহান বিজয় দিবসের এক দিন পর হানাদার মুক্ত হয় খুলনা। ১৯৭১ সালের এদিন সূর্যোদয়ের পরপর গল্লামারী রেডিও সেন্টার থেকে সেনাছাউনি ছেড়ে কনভয় নিয়ে বর্তমান সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে শিরোমণি যুদ্ধেও পরাজয়ের খবর আসে। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে খুলনায় পাকিস্তানি বাহিনীর পতনের খবর প্রচার করা হয়। সকাল ৯টার দিকে ৯ নম্বর সেক্টর অধিনায়ক মেজর জয়নাল আবেদীন, লেফটেন্যান্ট গাজী রহমতুল্লাহ দাদু বীরপ্রতীক ও মুজিব বাহিনীর আঞ্চলিক তৎকালীন প্রধান স ম বাবর আলী সার্কিট হাউসে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করেন। খুলনা মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার খুলনায় বিভিন্ন সংগঠন আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।</span></span></span></span></span></p>