<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী বিরোধ ও খাসজমি দখলকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ (২৬) নামের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে তরিকুলের স্বজনসহ দলীয় লোকজন হামলাকারী আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর অন্তত ৩৫টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় থানার ওসিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও সশস্ত্র বাধার মুখে তাঁরা ফিরে যান। গত বুধবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুরের চরগড়গড়ি আলহাজমোড়ে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব সদস্যরা এলাকা টহলে রয়েছেন। তবে এ ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>