<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় পুলিশের পোশাক পরে বিভিন্ন যানবাহন থেকে টাকা আদায় করার সময় পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই যুবক রাজবাড়ী জেলার নাজমুল হকের ছেলে জোনায়েদ। গত বৃহস্পতিবার (১৯ জিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে রাতেই বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানা ওসি এ টি এম আক্তারুজ্জামান। ওসি জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার মিয়াবাজার এলাকায় স্থানীয় লোকজন ভুয়া পুলিশ আটক করেছে বলে খবর পেয়ে থানা পুলিশ জোনায়েদ নামের একজনকে পুলিশের পোশাক পরা অবস্থায় আটক করে। স্থানীয়দের অভিযোগ, সে একটি যানবাহন থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে তারা তাকে আটক করে। থানায় আনার পর জানতে পারলাম সে চাকরিচ্যুত পুলিশ সদস্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>