<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দাসপাড়া গ্রামে সরকারি কাজ করা চার শ্রমিকের ওপর হামলার অভিযোগ উঠেছে এক নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদ করতে গেলে স্থানীয় ইউপি সদস্যকেও মারধর করেন ওই পুলিশ সদস্য। স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দাসপাড়া গ্রামে সরকারি নতুন রাস্তার একটি কালভার্ট স্থাপনের কাজে কালভার্টঘেঁষা বাড়ির নুরজাহান বেগম বাধা দেন। কিন্তু শ্রমিকরা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। এ সময় তিনি অকথ্য ভাষায় শ্রমিকদের গালাগালসহ হাত থেকে জোর করে কোদাল নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তাঁর মেয়ে পুলিশ কনস্টেবল শাপলা ঘটনাস্থলে এসে লাঠি হাতে নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য এসে প্রতিবাদ করলে তাঁকেও মারধর করেন। শাপলা জানান, তিনি কাউকে মারধর করেননি। তবে অনেকেই তাঁর মাকে মেরেছে। নান্দাইল থানার উপপরিদর্শক পিন্টু চন্দ্র দে জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।</span></span></span></span></span></p>