<p>মিথ্যা ঘোষণায় প্রায় দুই কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ফ্যাব্রিকসের একটি চালান জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গত ১৭ ডিসেম্বর এই চালানটি বেনাপোল স্থলবন্দরের ৪২নং শেড থেকে আটক করা হয়। বন্ডের (গার্মেন্টের পণ্য, যেগুলোর শুল্ক পরিশোধ করা লাগে না) নামে ঘোষণা দেওয়া হলেও আমদানিকারক প্রতিষ্ঠানটি ফ্যাব্রিকস (শার্টিং-শ্যুটিংয়ের কাপড়, এর শুল্ক অনেক) নিয়ে আসছিল।</p> <p>পণ্যটির আমদানিকারক ঢাকার গাজীপুর এলাকার শিশির নিটিং ভারতের এস জে ফ্যাব্রিকস নামে প্রতিষ্ঠান থেকে মাল আমদানি করে। চালানটি ছাড়ের দায়িত্ব ছিল জারিন এন্টারপ্রাইজের।</p> <p>কাস্টমস সূত্রে জানা গেছে, ওই ফ্যাব্রিকস বেনাপোল স্থলবন্দরের ৪২ নম্বর শেডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোপন সংবাদে জানতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এরপর তারা চালানটি জব্দ করে।</p> <p>বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘দীর্ঘদিন ধরে বেনাপোলের একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে জাল কাগজপত্রের মাধ্যমে স্থলবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্য এনে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।’</p> <p>বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহাসিন মিলন বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পরবর্তী সময়ে আর এমন ঘটনা ঘটবে না।’</p> <p>বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ‘মিথ্যা ঘোষণায় শতভাগ পলিয়েস্টার ঘোষণা দিয়ে ২৮ টন ৩০০ কেজি উন্নতমানের ফ্যাব্রিকস আনা হয়েছে।’</p> <p> </p>