<p>নিখোঁজের ১৭ বছর পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের সাদেকুল ইসলাম (৪২) ফিরে এসেছেন তাঁর পরিবারের কাছে। গত ২৪ ডিসেম্বর ভারতের কলকাতার একটি মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরেন তিনি। পরিবার ও স্বজনদের কাছে সাদেকুলের এই ফিরে আসা যেন এক অবিশ্বাস্য স্বপ্ন।</p> <p>২০০৭ সালে মানসিক অসুস্থতার কারণে বাড়ি থেকে নিখোঁজ হন সাদেকুল। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে না পেয়ে বছর পেরিয়ে যুগ গুনেছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। অবশেষে ২০২৪ সালের শুরুর দিকে বীরগঞ্জ থানা থেকে পরিবারের সদস্যরা জানতে পারে যে তিনি কলকাতার একটি মানসিক হাসপাতালে আছেন। দুই দেশের সরকারি-বেসরকারি প্রচেষ্টায় ২৪ ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় সাদেকুলকে। তাঁর বাড়ি ফেরার খবরে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, এমনকি গণমাধ্যমকর্মীদের ঢল নামে। সাদেকুলের বাবা মো. আকবর আলী একজন কৃষক। মা মোছা. সিদ্দিকা বেগম গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে সাদেকুল সবার বড়।</p> <p>সাদেকুলের বাবা আকবর আলী বলেন, ‘মনে করেছিলাম তাকে আর কোনো দিন জীবিত পাব না।’</p> <p> </p>