<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১০ বছর পর নবম সুসঙ্গ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাহিত্যামোদীদের উপস্থিতিতে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ। গত শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবম সুসঙ্গ কবিতা উৎসব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। সহযোগিতা করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পথ পাঠাগার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। সকাল ১১টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কবি এনামুল হক পলাশ। অনুষ্ঠানে ছিল কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, কবিতার কর্মশালা। এই কবিতা উৎসবের আয়োজন করে সবার কাছে প্রশংসিত হন উদ্যোক্তা কবি নাজমুল হুদা সারোয়ার।</span></span></span></span></span></p>