<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমনিরহাটের হাতীবান্ধায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে ৫০ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করে বুধবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন। স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিশির। এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর এক পর্যায়ে সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>