<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদীতে ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর প্রায় দেড় ঘণ্টার </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ছাত্রদলকর্মী হুমায়ুনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>