<p>কেশবপুরে বারোমাসি ঘের করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া-হদ বিলের সেচ প্রকল্প বন্ধের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ সমাবেশ করেন। গত বৃহস্পতিবার বিকেলে পাঁজিয়ার আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্প চত্বরে শত শত কৃষক বিক্ষোভ সমাবেশে মিলিত হন। পাঁজিয়া আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্পের সাধারণ সম্পাদক বাবর আলী গোলদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহিরউদ্দীন বিশ্বাস, এম এ হালিম, ফেরদৌস আহমেদ বাবু, জয়দেব চক্রবর্ত্তী, আব্দুল গফুর, মীর কাশেম, সোহরাব হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পাথরা সেচ প্রকল্পে ২২টি মেশিন দিয়ে গত সেপ্টেম্বর থেকে পাথরা, পাঁজিয়া, হদ, সারুটিয়াসহ ২৬ বিলের ৫৫ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন চলছে।</p> <p> </p>