<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। ফের কুয়াশা পড়ায় শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রো রো (বড়) ফেরি বিভিন্ন গাড়ি ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকে ছিল। টানা সাড়ে আট ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী কয়েক শ বিভিন্ন গাড়ি। কনকনে শীত ও কুয়াশার মধ্যে ঘাটে আটকে থাকা বিভিন্ন গাড়িরচালক ও যাত্রীসাধারণ এ সময় ভোগান্তির শিকার হন। কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঘাটে আটকে থাকা ওই গাড়িগুলো দ্রুত ফেরি পার করা হয়।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>