<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ে চলছে পৌষের শীতের দাপট। কুয়াশা কম থাকলেও ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। দিনে সূর্যের দেখা মেলায় মিলছে খানিক স্বস্তি। তাপমাত্রা অনুযায়ী বর্তমানে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। গতকাল রবিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে শীতের তীব্রতা বাড়ায় শ্রমজীবী মানুষ কষ্টে পড়েছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালগুলোতে বেশি ভর্তি হচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৪৫ শিশুর বেশির ভাগই শীতজনিত রোগে আক্রান্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মৌসুমের শীতে গত শনিবার রাতে ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মোস্তাকিম নামে ৯ মাসের একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।</span></span></span></span></span></p>