<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট (আদিবাসীপাড়া) গ্রামের আদিবাসী নারী ফিলোমনা হাসদাকে মারধর ও বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে, রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়নের চাপড়া পাড়ার আব্দুল হাকিম মণ্ডলের ছেলে। অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দল সিদ্ধান্ত নিতেই পারে। তবে ঘটনার সত্যতা যাচাই করা উচিত ছিল। এ বিষয়ে আমি প্রতিবাদ জানাব। গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওই নারী ও তাঁর পরিবারের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>