<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার আদমদীঘিতে শাকিবুর রহমান (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকার নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা স্ত্রীর ওপর অভিমান করে শাকিবুর আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি পারিবারিক কলহের কারণে শাকিবুর রহমানের স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এরপর স্ত্রীর ওপর অভিমান করে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শয়নঘরের ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।  সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।</span></span></span></span></span></p>