<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন এক প্রযুক্তি ওয়েট মিক্স মেকাডাম (ডব্লিউএমএম) নানা গ্রেডের অ্যাগ্রিগ্রেড খোয়া মিশিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে রাস্তা। ৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫.৬৩ কিলোমিটার রাস্তাটি নিয়ে জনমনে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে। রাজশাহীর ঘোড়ামারা সাহেব বাজার এলাকার বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে, ইটের খোয়ার সঙ্গে মাটি মিশিয়ে পানিতে ভেজানো হয়। এক দিন পর সেই কাদাময় ইটের খোয়া ফেলা হয় রাস্তায়। এমন দৃশ্য দেখে স্থানীয় লোকজন কাজের মান নিয়ে তুলেছে নানা প্রশ্ন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, পদ্মা নদীর সাঁড়াঘাটের বালুমহালের ৪০ থেকে ৪৫ টন ওজনের ড্রাম ট্রাক চলাচল করায় ওই রাস্তাটি ভেঙে যায়। শহরের রেলগেট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে হয়ে সাঁড়া ঝাউদিয়া স্কুল, সিভিলহাট তালতলা মোড় পর্যন্ত প্রায় পৌনে ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। রাস্তাটিতে থাকত হাঁটু পর্যন্ত কাদা। এ জন্য রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সৈকত আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনগণ না বুঝে অভিযোগ করছে। পৌনে ছয় কিলোমিটার রাস্তার জন্য ইটের অন্তত ছয় কোটি সিএফটি খোয়া প্রয়োজন। এক ইটভাটা থেকে তো সব খোয়া পাওয়া যাবে না। ভিন্ন ভিন্ন ভাটা থেকে ইট এনে খোয়া তৈরি করা হচ্ছে। সব ভাটার ইট একই মানের নয়। আমরা সর্বোচ্চ ভালো ইটের খোয়া দেওয়ার চেষ্টা করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক কবির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগটি সত্য নয়। জনগণ বুঝতে না পেরে অভিযোগ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>