<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে আওয়ামী লীগ লুটপাট ও দখলদারি করেছে। কিন্তু এখন কারা দখলদারি করছে, আপনাদের প্রকৃত ঘটনা বলতে হবে। সাংবাদিকদের সত্য কথা বলতে হবে। আপনারাই সমাজকে ভালো করতে পারবেন। আপনারা লিখবেন, যেই দলের হোক, তারা ভয় করবে। লেখনীর মাধ্যমে সমাজে পরিবর্তন হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী মহানগরী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের স্টাফ ও  রাজশাহী ব্যুরো প্রধান সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (ড্যাব) রাজশাহী জেলা সভাপতি ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।</span></span></span></span></span></p>