<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিমালয়কন্যা পঞ্চগড়ে বেড়েছে পৌষের শীতের দাপট। মধ্য পৌষ থেকে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশা ও উত্তুরে ঠাণ্ডা বাতাসে হাড়-কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র ৪৫ হাজার। তবে দিনে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে পঞ্চগড়ের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের গতি ঘণ্টায় আট থেকে ৯ কিলোমিটার। সামনে আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।</span></span></span></span></span></p>