<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সীতাকুণ্ডে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় শাহাদাত ইফাম নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছেলের বান্ধবীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা যায়, সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে ইফাম তাকে বিয়ে করতে পরিবারের সম্মতি চায়। কিন্তু তার পরিবার এত অল্পবয়সী ছেলেকে এখনই বিয়ে করাতে রাজি না হয়ে বকাবকি করে। পরিবারের ওপর অভিমান করে বৃহস্পতিবার রাতে ইফাম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারের বকুনি খেয়ে ছেলেটি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>