<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি শাহীন রেজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে হতাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম তাঁর কার্যালয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত ১০ জানুয়ারি শাহীনকে সাভার ও অপর আসামি সামাদ আলীকে (৩০) ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার তাঁরা চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দেন। শাহীন নাচোলের ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের তোফজুল হকের ছেলে আর সামাদ একই গ্রামের আতাউর রহমানের ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সুপার বলেন, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, যদিও একটি মহল ঘটনার পর থেকেই একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে ও নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ১৭ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত হন ফতেপুর ইউনিয়নের খলসি গ্রামের মো. এজাবুলের ছেলে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা (২০) এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে ও মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা দেওয়া মো. রাইহান (১৫)। একই ঘটনায় গুরুতর আহত হয় একই গ্রামের বাসিন্দা আরো চার কিশোর-তরুণ। এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহত মাসুদের বাবা নাচোল থানায় ১০ জনকে আসামি দিয়ে মামলা করেন।</span></span></span></span></span></p>