<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চুরি করা গরু দিয়ে ভোজের আয়োজন করায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। গত শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে অব্যাহতি প্রদান করা হয়। এদিকে শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা এলাকার কৃষক এফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। পরে তাঁরা মাহমুদুল হাসানের বাড়িতে জবাই করা গরুর চামড়া দেখে গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাই সুমন মিয়া (৪০) ও বজলুর রহমানকে (৩৫) পুলিশ আটক করে। এ ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে শনিবার বিকেলে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসানসহ ১২ জনের নামে ও অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি মামলা করেন। অব্যাহতি পাওয়া মাহমুদুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাংস ব্যবসায়ী বজলুর কাছ থেকে মাংস কেনা হয়েছে। বজলুর আমাদের বাড়িতেই গরু জবাই করে মাংস আমাদের বুঝিয়ে দেন। সে কোথায় থেকে গরু আনল সেটা তো আমরা জানি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাদারগঞ্জ থানার (ওসি) হাসান আল মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরুর মালিক থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>