<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষকের ওপর হামলার অভিযোগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এদিকে অভিযোগ অস্বীকার এবং বহিষ্কার আদেশ তুলে দলে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে গতকাল সোমবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাশেদুল ইসলাম রনি। একই দিন হামলার শিকার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির উদ্দিনের স্ত্রী ছয়জনের নামসহ থানায় একটি অভিযোগ করেছেন।</span></span></span></span></span></p>