<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর চকবাজার এলাকা থেকে নয়ন নামের এক মুমূর্ষু রোগী বহন করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিচ্ছিল রংপুর সিটি করপোরেশনকে ভারতের উপহার দেওয়া প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিশেষায়িত অ্যাম্বুল্যান্স। কিন্তু রোগী বহন করে আনা সেই বিশেষায়িত অ্যাম্বুল্যান্স বিকল হয় নগরীর দাবানল মোড়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরে রোগী নামিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নেওয়া হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর স্থানীয়রা সেই অ্যাম্বুল্যান্স ঠেলে নেয় সিটি করপোরেশনের গ্যারেজে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবনের একাধিক সূত্র বলছে, এর আগেও একাধিকবার বিকল হয় বিষেশায়িত এই অ্যাম্বুল্যান্সটি। কিন্তু দায়সারা মেরামত করায় সড়কে অনিশ্চিতভাবে চলে এই অ্যাম্বুল্যান্সটি। নগর ভবন জানিয়েছে, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০২১ সালের ১৬ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপহার হিসেবে এটি সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে হস্তান্তর করেন। বিষেশায়িত এই অ্যাম্বুল্যান্সে আইসিইউ, লাইফ সাপোর্ট, অক্সিজেনসহ মুমূর্ষু রোগী বহন করতে যা প্রয়োজন সবই আছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, অযত্ন-অবহেলায় এই অ্যাম্বুল্যান্স প্রায় সময় বিকল হয়ে পড়ে। গত বছরের ১৭ মে ঢাকা থেকে রোগী নিয়ে ফেরার পথে সড়কেই বিকল হয় অ্যাম্বুল্যান্স। ওই সময়ও প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে মেরামত করা হয়েছিল। এর তিন মাস পর ১৫ আগস্ট আবারও রোগী আনতে গিয়ে সড়কেই বিকল নয়। সেবার এক লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে। ফের নভেম্বরেও বিকল হলে মেরামত করে সচল করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবনের একটি সূত্র জানিয়েছে, মূলত দরদহীন ও দায়সারা মেরামত করার কারণেই বিশেষায়িত এই অ্যাম্বুল্যান্সটি বারবার রোগী আনতে গিয়ে বিকল হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাম্বুল্যান্সের চালক লিমন জানান, চাকবাজার কামারের থেকে রোগী নিয়ে মেডিক্যালে যাওয়ার পথে দাবানল মোড়ে এসে স্টার্ট বন্ধ হয়ে যায়। এখনো গাড়ির অনেক কাজ বাকি আছে। ইঞ্জিনের সমস্যা, গাড়ির কারেন্টের মেইন কন্টাক্ট সুইচ নষ্ট আছে। এ ছাড়া গাড়ির মিটার নষ্ট আছে। নষ্ট হলে মেরামত করে আবার চালু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করা হচ্ছে। কেন বারবার বিকল হয় জানতে চাইলে মিলন জানান, গাড়ি রাস্তায় চললে একটু নষ্ট হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নয়ন নামের ওই রোগীর স্বজন জানান, মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়ার পথে যদি অ্যাম্বুল্যান্সই নষ্ট হয় তাহলে তো রাস্তায় রোগী মারা যাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের অ্যাম্বুল্যান্স চারটি এই মুহূর্তে সচল রয়েছে। যেগুলো নষ্ট সেগুলো মেরামত করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের দেওয়া উপহারের এই অ্যাম্বুল্যান্স বিষয়ে উম্মে ফাতেমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেহেতু বিকল হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেরামত করে সচল করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>