আরো ২ খুন ও ২ লাশ উদ্ধার

খুনের পর আত্মহত্যা বলে প্রচার

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
খুনের পর আত্মহত্যা বলে প্রচার

দেশের তিন জেলায় তিনজন খুন ও দুই জেলায় লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত

সাতক্ষীরা : জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে অনিমেষ সরকার নামের এক সাইকেল মিস্ত্রিকে শ্বাসরোধে হত্যার পর নিমগাছে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মা শেফালী রানী সরকার এ ঘটনায় একটি হত্যা মামলা করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাহুল দেব রায় বলেন, অনিমেষকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার প্রচার দিতে লাশ দূরবর্তী বাবুল আক্তারের নিমগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জড়িত থাকার অভিযোগে পুলিশ মালেক মল্লিক, তাঁর ভাই অহিদ মল্লিক ও জিল্লুর রহমান নামের এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বগুড়া : ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলের মারপিটে গতকাল নিহত হয়েছেন দুলু প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধ।

তিনি বগুড়া পৌর এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : বালিয়ান ইউনিয়নের নয়াবিলা গ্রামের একটি পুকুর থেকে গতকাল আ. মালেক (৩৪) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গঙ্গাচড়া (রংপুর) : গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়ায় শনিবার রাতে শারমিন খাতুনের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। নিহতের বাবা হত্যার অভিযোগ করায় তাঁর স্বামী সোহাগ মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।

পিরোজপুর (আঞ্চলিক) : ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে শনিবার রাত ৩টায় সেলিম শাহ (৫০) নিহত হয়েছেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

একজন ডাক্তারে চলছে খালিয়াজুরী হাসপাতাল

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি
শেয়ার
একজন ডাক্তারে চলছে খালিয়াজুরী হাসপাতাল

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলাবাসীর চিকিৎসাসেবার বড় আশ্রয়স্থল খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালটিতে দুটি বহুতল ভবন আছে। অথচ চিকিৎসকের অভাবে এই হাসপাতালটিতে চিকিৎসাসেবা একেবারে তলানিতে। মাত্র একজন ডাক্তার দিয়ে নামকাওয়াস্তে চলছে প্রায় সোয়া লাখ হাওরবাসীর চিকিৎসা।

হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে হাওরপারের মানুষ। খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিক্যাল অফিসার ও জুনিয়র কনসালট্যান্ট গাইনি, সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া, ডেন্টাল সার্জনের পদসহ ডাক্তারের মোট ১৫টি পদ আছে। এর মধ্যে ১১টি পদই খালি। বাকি চারজনের মধ্যেও বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
অন্য তিনজনের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট গাইনি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অ্যানেসথেসিয়া পদের ডাক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেষণে (ডেপুটেশন) কর্মরত রয়েছেন। আরেকজন জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন পদের ডাক্তার বিনা অনুমতিতে গত ১০ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মন্তব্য

গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা (উত্তর ও সিটি) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর ও সিটি) প্রতিনিধি
শেয়ার
গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় গণধর্ষণ মামলার আসামি নবীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলার ডাবলমুরিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। গ্রেপ্তার নবীর হোসেন আবদুল খালেক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, টিকটকের মাধ্যমে মামলার অন্য আসামি বোরহানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৯ জানুয়ারি টিকটকের ভিডিও করার কথা বলে ওই তরুণীকে ডেকে আনেন বোরহান। ভিডিও করার এক পর্যায়ে ওই তরুণীকে কালিয়ারচর গ্রামের স্থানীয় বাসিন্দা রবির পরিত্যক্ত একটি গরুর খামারে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনজন ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা অন্য আসামিরা মোবাইলে ভিডিও ধারণ করেন।

মন্তব্য

খুলনা জাসাসের ৩ নেতা বহিষ্কার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনা জাসাসের ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া সাপেক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খুলনার রূপসা উপজেলা জাসাসের আহ্বায়ক শাহজালাল লস্কর ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ লস্কর এবং ঘাটভোগ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সজীব মোল্লাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে তাঁদের সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত থাকবে।  বৃহস্পতিবার রাতে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, রূপসা জাসাসের অভিযুক্ত তিন নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।

মন্তব্য

চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ে সংযুক্ত বিচারকরা হলেন পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ওই চার বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ