আরো ২ খুন ও ২ লাশ উদ্ধার

খুনের পর আত্মহত্যা বলে প্রচার

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
খুনের পর আত্মহত্যা বলে প্রচার

দেশের তিন জেলায় তিনজন খুন ও দুই জেলায় লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত

সাতক্ষীরা : জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে অনিমেষ সরকার নামের এক সাইকেল মিস্ত্রিকে শ্বাসরোধে হত্যার পর নিমগাছে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মা শেফালী রানী সরকার এ ঘটনায় একটি হত্যা মামলা করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাহুল দেব রায় বলেন, অনিমেষকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার প্রচার দিতে লাশ দূরবর্তী বাবুল আক্তারের নিমগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জড়িত থাকার অভিযোগে পুলিশ মালেক মল্লিক, তাঁর ভাই অহিদ মল্লিক ও জিল্লুর রহমান নামের এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বগুড়া : ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলের মারপিটে গতকাল নিহত হয়েছেন দুলু প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধ।

তিনি বগুড়া পৌর এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : বালিয়ান ইউনিয়নের নয়াবিলা গ্রামের একটি পুকুর থেকে গতকাল আ. মালেক (৩৪) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গঙ্গাচড়া (রংপুর) : গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়ায় শনিবার রাতে শারমিন খাতুনের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। নিহতের বাবা হত্যার অভিযোগ করায় তাঁর স্বামী সোহাগ মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।

পিরোজপুর (আঞ্চলিক) : ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে শনিবার রাত ৩টায় সেলিম শাহ (৫০) নিহত হয়েছেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দৌলতদিয়ায় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
দৌলতদিয়ায় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা

ঘন কুয়াশার কারণে ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার মধ্যরাত থেকে টানা পৌনে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে গতকাল শনিবার দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে মালবোঝাই শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান। শুক্রবার রাত ৮টার পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে নৌপথের চ্যানেলের বিকন বাতি ও মার্কারগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়।

এমন পরিস্থিতিতে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ওই দিন রাত ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে টানা পৌনে ১১ ঘণ্টা পর ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

মন্তব্য

ধুনটে চুরি ঠেকাতে সড়কে চেকপোস্ট

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ধুনটে চুরি ঠেকাতে সড়কে চেকপোস্ট

বগুড়ার ধুনট উপজেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে চুরির ঘটনা। পুলিশের নিয়মিত টহল ও সড়কে চেকপোস্ট বসিয়েও এই চুরি ঠেকাতে পারছে না। থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চুরির সঙ্গে কারা জড়িত, তা সন্দেহ করতে না পারায় তাদের লিখিত অভিযোগ তদন্তাধীনই থেকে যাচ্ছে।

জানা গেছে, গেল জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন গ্রামে অর্ধশত চুরির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি ঘটেছে গরু চুরি। সর্বশেষ গত শুক্রবার রাতে শহরের সদরপাড়ার খোরশেদের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। ২৮ জানুয়ারি পুলিশ কনস্টেবল শিবলুর মোটরসাইকেল, সাংবাদিক আব্দুল হামিদের তিনটি ট্রান্সফরমার ও আব্দুর রাজ্জাকের নলকূপ চুরি হয়েছে।
২২ জানুয়ারি পশ্চিমভরশাহীর কৃষক হারেজ, ইয়ার বক্স, শামছুল ও শহিদুলের ঘরে সিঁধ কেটে পণ্যসামগ্রী চুরি করা হয়েছে। ১৯ জানুয়ারি ডাকাতদল কালেরপাড়ার নাসিমের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তিন লাখ টাকা নিয়েছে। চোরেরা এসব চুরির কাজে মিনি ট্রাক ব্যবহার করছে। এ কারণে গ্রামীণ পাকা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
ধুনট থানার ওসি সাইদুল আলম পুলিশি টহল আরো জোরদার করার পদক্ষেপ নেবেন বলে জানান।

মন্তব্য

ছাত্রলীগের হামলায় ৩ শিবিরকর্মী আহত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
ছাত্রলীগের হামলায় ৩ শিবিরকর্মী আহত

পি‌রোজপুরের ইন্দুরকানী উপ‌জেলায় বা‌লিপাড়া এলাকায় ছাত্রলীগের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হ‌য়ে‌ছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অ‌ফিসে‌র সাম‌নে এ ঘটনা ঘ‌টে। আহতরা হলেন ত‌রিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। ইন্দুরকানী উপ‌জেলা ছাত্রশি‌বিরের সভাপ‌তি আশরাফুল ইসলাম জানান, গতকাল রাত সা‌ড়ে ৯টার দি‌কে সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে শিবিরের কর্মীদের ওপ‌রে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে।

আহত সাইদুল ইসলাম ব‌লেন, ‘গতকাল রা‌তে আমা‌দের ওপ‌রে হঠাৎ করে দেশি অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে। তারা এর আগে আমা‌দের‌ সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে বিভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।’ ইন্দুরকানী থানার ওসি মারুফ হো‌সেন ব‌লেন, গতকাল রা‌তে বালিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।
আহতরা দাবি করেছেন হামলাকারীর‌া সবাই ছাত্রলাগকর্মী।

 

 

মন্তব্য

গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুলজোড় নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী তিন বন্ধু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঝাটিবেলাই এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজরা হলো কৃষ্ণ নিয়োগী, সারজিদ ও রাফিন।

সবাই সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মন্ডল জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহর থেকে পাঁচ শিক্ষার্থী তাদের বন্ধুর ঝাটিবেলাই গ্রামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয় বন্ধু বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। ওই সময় তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য তিনজন গভীর পানিতে তলিয়ে যায়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ