<p>কুমিল্লার হোমনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছেন। নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া আলাদা স্থান থেকে এক সহোদরসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :</p> <p>দাউদকান্দি (কুমিল্লা) : হোমনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত ফার্নিচার মিস্ত্রি কাউসার আলম (১৬) হোমনার তাতুয়ারচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং চান্দেরচর বাজারের তাহের ফার্নিচার দোকানের কর্মচারী।</p> <p>নোয়াখালী : কবিরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের মৃত মোস্তফার ছেলে।</p> <p>রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের একটি বসতঘর থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বুলবুলি খাতুন চর নাজিরদহ গ্রামের নুর ইসলাম সাজুর স্ত্রী।</p> <p>শেরপুর : নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত কোয়ার্টার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি নকলার নারায়ণখোলা এলাকার বেকারি শ্রমিক মোজাম্মেল হকের স্ত্রী।</p> <p>মাদারীপুর (আঞ্চলিক) : মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী ভাই-বোনের লাশ চার দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে আলাদা স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।</p> <p>স্বজনরা জানান, গত বুধবার দুপুরে মাদরাসা থেকে ফিরে নিম্নকুমার নদে গোসল করতে নামে মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকার লিটন মাদবরের সাত বছরের ছেলে মিরাজ। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সে। মিরাজকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় ১৩ বছরের বোন কুলসুম। তারপর দুজনই নিখোঁজ হয়।</p> <p> </p>