<p>বিদেশে যাওয়ার জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন গৃহবধূ। সেখানেই পরিচয় হয় একই উপজেলার আরেক প্রশিক্ষণার্থী রুবেলের সঙ্গে। প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে এনে একটি গভীর নলকূপের ঘরে পালাক্রমে ধর্ষণ করেছেন রুবেল এবং তাঁর দুই সহযোগী। ঘটনাটি বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী শনিবার বাদী হয়ে থানায় মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুকুর গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল হোসেন (৩৩), ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের আব্দুল গফুরের ছেলে একরামুল হক (৪২)।</p> <p>এ বিষয়ে আসামি রুবেল হোসেন বলেন, ‘টিটিসিতে ট্রেনিং করার সময় আমাদের পরিচয় হয়। কিস্তির জন্য টাকার প্রয়োজন থাকায় আমার সঙ্গে সে চার হাজার টাকায় চুক্তিতে এসেছিল।’</p> <p>আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে ধর্ষণের শিকার গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন।’</p>