টাঙ্গাইলে তামাক চাষ

স্বাস্থ্যঝুঁকিতে কৃষক, পরিবেশ হুমকিতে

কাজল আর্য, টাঙ্গাইল
কাজল আর্য, টাঙ্গাইল
শেয়ার
স্বাস্থ্যঝুঁকিতে কৃষক, পরিবেশ হুমকিতে

স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশের মারাত্মক ক্ষতি জেনেও টাঙ্গাইলের কৃষকরা বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন। ফলে ফসলি জমি উর্বরতা হারাচ্ছে। এ ছাড়া ক্রয়কারী প্রতিষ্ঠানের নানা প্রলোভনে তামাক চাষে প্রান্তিক কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন।

তামাক ও তামাকজাত পণ্য চাষের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার আইনগত বিধান থাকলেও তার তোয়াক্কা না করে প্রতিবছর নতুন নতুন ফসলি জমি তামাক চাষে যুক্ত হচ্ছে।

ফলে জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষি জমিতে তামাকের বিষ ছড়িয়ে পড়ছে। তামাক চাষে কারগিল নামক সার প্রয়োগের ফলে চাষি ও তার পরিবারের স্বাস্থ্যঝুঁঁকি বাড়ছে এবং ফসলি জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে।

টাঙ্গাইলের ১২ উপজেলায়ই কমবেশি তামাক চাষ হয়ে থাকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কালিহাতীতে ৯০, নাগরপুরে ৭, ভূঞাপুরে ১১৫, টাঙ্গাইল সদরে ১৮ এবং দেলদুয়ারে ৩ মোট ২৩৩ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে।

কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে দেখা যায়, বেশির ভাগ কৃষকই তামাক চাষ করেন। বাড়িতে বাড়িতে চলে তামাকপাতা শুকানোর কাজ। রোদযুক্ত স্থানে বাঁশের মাচায় তামাকপাতা শুকানো হয়। যার ফলে পুরো গ্রামে তামাকের তীব্র গন্ধ।

তামাক চাষি ফরিদুল ইসলাম, রায়হান আলী, হারেছ মিয়া, শুকুর মামুদসহ অনেকেই জানান, কম্পানি (তামাক ক্রয়কারী প্রতিষ্ঠান) থেকে তাঁদের বীজ, সার, বিষ, ত্রিপল ও কাগজসহ উৎপাদনের যাবতীয় সামগ্রী দিয়ে থাকে। আবার তারাই তামাক পাতা কিনে নেয়। টাঙ্গাইল জেলায় মূলত ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কম্পানি ও আকিজ টোব্যাকো কম্পানি তামাক চাষে কৃষকদের সহযোগিতা দিয়ে থাকে।

টাঙ্গাইলের পরিবেশ উন্নয়নকর্মী সোমনাথ লাহিড়ী বলেন, ক্রয়কারী প্রতিষ্ঠান দাদন দিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করে। গ্রামের অসহায় কৃষক না বুঝে তাঁদের জমি ও জীবনের চরম ক্ষতি করছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গণসচেতনতা এবং তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপ করা দরকার।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর এ এস এম সাইফুল্লাহ বলেন, তামাক চাষের প্রক্রিয়া থেকে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং ব্যবহার পুরোটাই পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার বলেন, দীর্ঘদিন তামাক চাষে যুক্ত থাকলে ক্যান্সার, পেটের পীড়া, ব্রংকাইটিস, অ্যাজমা, চর্ম, বুক ও ঘাড়ে ব্যথাসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

টাঙ্গাইল জেলায় তামাক চাষে লগ্নিকারী কম্পানির স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তাঁরা কম্পানির দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ বলেন, তামাক চাষের বিষয়ে সরকারিভাবে তাঁদের কোনো নির্দেশনা নেই। তাই এ ক্ষেত্রে তাঁরা কোনো মতামত ও তামাক চাষে হস্তক্ষেপ করেন না। তবে তামাক চাষ রোধে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারেরও ব্যবস্থা নেওয়া দরকার।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী রিমান্ডে

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী রিমান্ডে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিক নামের এক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের একজন পরিচালক।

 

মন্তব্য

কুমিল্লায় সাবেক বার সেক্রেটারির ওপর হামলা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় সাবেক বার সেক্রেটারির ওপর হামলা

অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে এলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলা করা হয়। গতকাল সোমবার  দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ নিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান। মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, প্রায় সোয়া চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। অভিযোগ ছিল ২০২২-২৩ ও ২০২৩-২৪ কার্যকালে উভয়ে মিলে চার কোটি ২৪ লাখ ৭২০ টাকা আত্মসাৎ করেন। ওই মামলায় আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে আসেন।
তিনি এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাঁকে দেখে ধাওয়া দেন। তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারা হয়।

 

মন্তব্য

ডাকাতি ও হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
ডাকাতি ও হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আ. সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আ. আজিজ ছেনু হাওলাদারের ছেলে আ. মালেক হাওলাদার (৬৬), আ. মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ হাওলাদারের ছেলে আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

মন্তব্য
সংক্ষিপ্ত

ভেকু দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
ভেকু দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি আশ্রয়ণ প্রকল্প কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামার পুকুরে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছেন প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল ইসলাম, ফারুক হোসেন ও নুরনবী। এক পর্যায় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে মোশাররফ গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ