নারী ও শিশু ধর্ষণ, সহিংসতা রোধ এবং ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। গতকাল শুক্রবার সকালে শহরের জুবলি রোডে শহীদ চত্বরে সংগঠনের সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক কমিশনার মোহাম্মদ আলী লিটন, জেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহসভাপতি মোজাম্মেল হোসেন সজল, সহসভাপতি মাসুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, শাহনাজ হীরা, রহমান, সদস্য জান্নাতুল বাকিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. টগর, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক শিপলু প্রমুখ।
।