এইচএসসি পরীক্ষাকেন্দ্রের অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, ২০২৪ সালে এইচএসসি পরীক্ষাকেন্দ্র ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে মোট আট দিনের পরীক্ষাসংশ্লিষ্ট ২২টি খাতে চার লাখ ২৯ হাজার ৫৫৮ টাকা ব্যয় দেখানো হয়েছে। এর মধ্যে পরীক্ষাকেন্দ্র ও অন্যান্য খাতে ফি বাবদ চার লাখ ৩৪ হাজার ১০৫ টাকা ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এবং আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়। এই কেন্দ্র পরিচালনা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেন আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল।