চিলমারীতে সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ওই সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্যসচিব ফয়সাল আহমেদ সাগর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ওই সমন্বয়কের নাম রিয়াদ মিয়া (২০)।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য। তিনি চিলমারীর থানাহাট এলাকার বাসিন্দা। জানা গেছে, ১১ মার্চ চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরাদ্দ করা ঈদুল ফিতরের জন্য ভিজিএফ কার্ড সংক্রান্ত বৈঠক চলছিল। এ সময় রিয়াদ মিয়া ভেতরে প্রবেশ করে নিজেকে সমন্বয়ক পরিচয় দেন। পরে তিনি পরিষদের নাগরিকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের মধ্যে ৩০০ কার্ড দাবি করেন। তবে ওই সমন্বয়কের বিরুদ্ধে ৩০০ কার্ড দাবির অভিযোগ উঠলেও জেলা কমিটির সদস্যসচিব ফয়সাল আহমেদ সাগর স্বাক্ষরিত বহিষ্কারাদেশে ৯০০ কার্ড দাবির কথা উল্লেখ করা হয়। রিয়াদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।