তিতাসে বাঁধ দিয়ে মাটি লুটের উৎসব

  • আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
তিতাসে বাঁধ দিয়ে মাটি লুটের উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামে রাতের বেলা চলছে মাটি কাটার মহোৎসব। ধরখার সেতু থেকে পূর্ব-উত্তরে তিতাস যেদিকে গেছে সেদিকে এক কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে বাঁধ দিয়ে চলছে মাটি কাটা।

জানা যায়, মূলত আওয়ামী লীগ আমলেই এখান থেকে মাটি কাটা শুরু। কিছুদিন মাটি কাটা বন্ধ থাকলেও কয়েক সপ্তাহ ধরে আবার মাটি কাটা শুরু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়েও দমিয়ে রাখা যাচ্ছে না মাটিখেকোদের। প্রতিদিন রাতে অন্তত ৪০ থেকে ৫০ ট্রাক মাটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নদীতে বাঁধ দিয়ে মাটি কাটার কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র এই মাটি কাটার সঙ্গে জড়িত। বছরখানেকের আরো আগেই এখান থেকে মাটি কাটা শুরু হয়। মাঝে মাটি কাটা বন্ধ ছিল। এখন আবার আগের চক্রটির সঙ্গে নতুন আরেকটি পক্ষ যোগ দিয়ে মাটি কাটা শুরু করেছে।

মূলত সন্ধ্যার পর থেকে একাধিক ভেকু দিয়ে মাটি কাটা হয়। এরপর ট্রাকে করে এসব মাটি নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়।

মো. শাহজাহান নামের এক কৃষক বলেন, নদীতে বাঁধ দেওয়ায় আমার জমিতে পানি দিতে সমস্যা হয়। আমরা চাই বাঁধ খুলে দেওয়া হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কৃষক বলেন, নদীর কিছু অংশ সরকারিভাবে খনন করা হয়েছিল।

আরো কিছু অংশ খনন করা বাকি রয়েছে। এখানে বাঁধ দিয়ে নদী ও এর আশপাশের জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সময়ের পরিপ্রেক্ষিতে মাটি কাটার লোকের পরিবর্তন হয়েছে মাত্র। কিন্তু আমাদের সুবিধা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, জেলার বিভিন্ন জায়গায়ই অবাধে মাটি কাটা হচ্ছে। আখাউড়া এলাকায় নদীতে দেওয়া বাঁধটি একবার কেটে দেওয়া হয়েছে। আবার প্রয়োজনে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

আজ চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যুক্ত হওয়ার কথা রয়েছে। সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।

স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যাতায়াতের দুর্ভোগ ও ভোগান্তি দীর্ঘদিনের। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক, রেল পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সন্দ্বীপের সন্তান। সরকারে যোগ দেওয়ার পর থেকে পিছিয়ে পড়া এই জনপদের যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। ফেরি সার্ভিস প্রকল্পটি তার মধ্যে অন্যতম।

মন্তব্য

ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

ফলে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে। খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। পরে সভা ডেকে আরজানকে বহিষ্কার করা হয়।

মন্তব্য

৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যের দোকানে ৬৫০ টাকা কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের দোকান গতকাল রবিবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সুলভ মূল্যের দোকানে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে। লাইনে দাঁড়িয়ে একজন ব্যক্তি ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন ডিম কিনতে পারবেন।

মন্তব্য
সংক্ষিপ্ত

বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত জেলা গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা আব্দুল গফুর শাহর বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। ১৩টির মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ