লক্ষ্মীপুরে ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে মেয়াদহীন আইসক্রিম উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই মোড় এলাকায় রাকিব আইস ফ্যাক্টরির মালিক আমির হোসেনকে এই জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক অঙ্গীকার করেছেন, বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হবে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী।