হাকিমপুর উপজেলার হিলিতে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার মংলা-কাঠলাবাজার সড়কের নয়নগর গ্রামে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর চেয়ারম্যান ছদরুলের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষুব্ধরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানায়, সম্প্রতি এক দিনমজুরের স্ত্রীকে কুপ্রস্তাবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।