চলে গেলেন পরিচালক এনায়েত করিম

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
চলে গেলেন পরিচালক এনায়েত করিম

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এনায়েত করিম। গতকাল সকাল ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দুপুর ১২টায় তাঁর মরদেহ এফডিসিতে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকার বাসাবোর নিজের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানেই তাঁর মরদেহ সমাহিত করা হবে বলে জানায় পরিবারের সদস্যরা। এনায়েত করিম 'রুটি', 'নারী আন্দোলন', 'ক্ষুধার জ্বালা', 'দেশের মাটি'সহ অসংখ্য ছবির নির্মাতা ও প্রযোজক ছিলেন। তিনি একাধিকবার চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচিত সদস্য ও সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।
সজনী ফিল্ম সিটি নামে একটি শুটিং স্পটও বানিয়েছেন তিনি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আনোরা

শেয়ার
আনোরা
‘আনোরা’ ছবির দৃশ্য

কান ও অস্কারদুই আসরেই বাজিমাত করেছিল শন বেকারের আনোরা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সোমবার এসেছে জিও হটস্টারে। যৌনকর্মী আনোরার সঙ্গে সখ্য হয় রুশ ধনকুবেরের পুত্র আইভানের। তারা বিয়েও করে ফেলে।

এর পরই দেখা দেয় জটিলতা। অভিনয়ে আছেন মাইকি ম্যাডিসন, মার্ক আইডেলস্টেন, ইউরা বরিসভ প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

অনেক সাধের ময়না

শেয়ার
অনেক সাধের ময়না
‘অনেক সাধের ময়না’ ছবিতে মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ময়না গ্রামের সুন্দরী মেয়ে, মতি গ্রামের শিক্ষিত ছেলে আর মনা গ্রামের একজন সাধারণ এবং নির্বোধ ছেলে।

যখন ময়না তাদের জীবন থেকে হারিয়ে যায় তখন সব কিছুই পরিবর্তন হয়ে যায়। উভয়েই জানতে পারে তাদের ত্রিভুজ ভালোবাসার কথা। মতিও ময়নাকে পেতে চায় আবার মনাও চায় ময়না তার হবে। শেষ পর্যন্ত কী হয়!

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘মজাদার রান্না’য় আজকের অতিথি অভিনেত্রী কেয়া পায়েল

মজাদার রান্না

আরটিভিতে বিকেল ৩টা ১০ মিনিটে রয়েছে মজাদার রান্না। অনুষ্ঠানে রয়েছে পুষ্টিকর ইফতারির নানা রেসিপি ও এসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে পুষ্টিবিদের বিশ্লেষণ। আজকের পর্বে অতিথি অভিনেত্রী কেয়া পায়েল।

 

হার্ড টক

বিবিসি নিউজে বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান হার্ড টক

আজকের অতিথি প্রযুক্তি খাতের বিলিয়নেয়ার, লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান। প্রযুক্তির বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক নানা দিক নিয়ে বলেছেন তিনি। সঞ্চালনায় স্টিফেন স্যাকার।

 

 

 

মন্তব্য
ছবির নতুন গান

কাউয়া কমলা খাইতে জানে না

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
কাউয়া কমলা খাইতে জানে না
‘চক্কর ৩০২’-এর দৃশ্যে মোশাররফ করিম

ঈদের ছবি চক্কর ৩০২। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে ছবির টিজার।

এবার এলো গান কাউয়া কমলা। গতকাল ইউটিউবে টাইগার মিডিয়ার চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

এটি মূলত রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান কাউয়া কমলা খাইতে জানে না-এর নতুন সংস্করণ। গেয়েছেন কাজল দেওয়ান।

গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। নৃত্য পরিচালনায় মোফাসসাল আলিফ। গানের দৃশ্যে দুটি বিষয় সমান্তরালে উঠে এসেছে। একদিকে পুলিশ চরিত্রে মোশাররফ করিম ঘুরে বেড়াচ্ছেন, কোনো কিছুর সন্ধানে।
অন্যদিকে একটি লঞ্চের ডেকে আমোদ-ফূর্তিতে মেতেছেন সুমন আনোয়ার। সেখানে আছেন গায়ক ও নৃত্যশিল্পীরাও।

গানটির প্রসঙ্গ অস্পষ্ট রেখেই নির্মাতা জীবন জানান, রাজ্জাক দেওয়ান গানে গানে বলে গেছেন, কাউয়া কমলা খেতে জানে না। তবে চক্কর-এর কাউয়া কিন্তু পাখি নয়। এটি আকাশে ওড়ে না, বাতাসেও নড়ে না; বরং মানুষের অন্তরে থাকে আর কা কা করে।

এর সঙ্গে গল্প ও চরিত্রের সূক্ষ্ম মেলবন্ধন খুঁজে পাবেন দর্শক। উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২-এ মোশাররফ করিমের সঙ্গে আছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ